বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ১৯শে চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

অর্ধশতাব্দী গোসল না করে থাকা সেই ইরানি নাগরিক আর নেই

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ২৬, ২০২২ ২:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আমু হাজি সাবান-পানির সংস্পর্শে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এই ভেবে যে গোসল করলে তিনি অসুস্থ হয়ে যাবেন।

গণমাধ্যমে ‘বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন মানুষ’ হিসেবে প্রচার পাওয়া ইরানি নাগরিক আমু হাজি মারা গেছেন। কয়েক মাস যাবত অসুস্থ থাকার পর রোববার তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আমু হাজি সাবান-পানির সংস্পর্শে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এই ভেবে যে গোসল করলে তিনি অসুস্থ হয়ে যাবেন। ইরানের ফারস প্রদেশের বাসিন্দা আমুকে তার গ্রামের লোকেরা বারবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে লোকজনের চাপে পড়ে আমু হাজি গোসল করতে রাজি হন। ইরানের আইআরএনএ সংবাদ সংস্থা অনুযায়ী, এর কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে যান এবং রোববার তার মৃত্যু ঘটে।

এর আগে ২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমু হাজি জানিয়েছিলেন, তিনি দেজগাহ গ্রামে তার প্রতিবেশীদের বানিয়ে দেওয়া একটি ইটের তৈরি খুপরি ঘরে থাকেন এবং তার প্রিয় খাবার হলো সজারু!

সেসময় তিনি আরও জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তার এই অস্বাভাবিক পছন্দগুলোর কারণে মানসিক বিপর্যয় ঘটেছিল।

বছরের পর বছর ধরে গোসল না করে থাকার ফলে তার চামড়ায় ঝুল-কালি ও পুঁজে ভরে গিয়েছিল। অন্যদিকে, তার খাদ্যবস্তু ছিল পচা মাংস এবং তেলের বোতল থেকে অপরিষ্কার পানি পান করতেন তিনি। এছাড়াও, তিনি ধূমপান করতে পছন্দ করতেন। একবারে তাকে একটির বেশি সিগারেট খেতে দেখা গেছে এবং তার ধূমপানের একটি মুহূর্ত ক্যামেরাবন্দীও করা হয়েছে।

আমু হাজির ছিল না কোনো স্বজন বা পরিবার। তাকে গোসল করানোর চেষ্টা করলে বা বিশুদ্ধ পানি পান করতে দিলে তিনি মন খারাপ করতেন বলে জানায় সংবাদ সংস্থাটি।

তবে সবচেয়ে দীর্ঘ দিন গোসল না করে থাকার যে রেকর্ড তিনি গড়েছিলেন তা নিয়েও সামান্য বিতর্ক রয়েছে। ২০০৯ সালের দিকে একজন ভারতীয় ব্যক্তির কথা জানা যায়, যিনি ঐ সময়েই ৩৫ বছর ধরে বিনা গোসলে ছিলেন! তবে এরপরে ঐ ব্যক্তি সম্পর্কে স্পষ্ট আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - প্রচ্ছদ

আপনার জন্য নির্বাচিত

ঘন কুয়াশার চাদরে দিনাজপুর

আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রে ১৩ না ১৪ বারে হলো স্পিকার, এ ধরনের ঝামেলা আমাদের হয় না : পররাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করবে পুলিশ: প্রধানমন্ত্রী

সরকারকে চাপে রাখতে কিছু দেশ মানবাধিকারের ধুয়া তোলে: তথ্যমন্ত্রী

কেন পাকিস্তান ছাড়লেন? ‘বিস্ফোরক’ কারণ, জানালেন আদনান শামি

বিএনপির ২৭ দফা যুদ্ধাপরাধীদের আরেক দফা স্বীকৃতির দলিল: আমু

বই ছাপার ভুল সংশোধন করেই আমরা সেগুলো পৌঁছাচ্ছি : দীপু মনি

প্রাথমিকে ৫৮ হাজার শিক্ষক নিয়োগ চান চাকরিপ্রার্থীরা

২৪ বছরের তরুণের সঙ্গে ৪৫ বছরের পপ শিল্পী শাকিরার প্রেম