মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ৮ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

অবশেষে বিএমডিএ নলকূপ অপারেটরের চাকরি ছাড়লেন সেই পুলিশ সদস্য

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ৩, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ৯ বছর ধরে পুলিশে চাকরির পাশাপাশি রাজশাহীর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর পদেও চাকরি করে আসছিলেন মানিক আলী। রাজশাহীর পাকড়ী ইউনিয়নের নারায়ণপুর-২ এর গভীর নলকূপ অপারেটর পদে কাজ করতেন তিনি।

এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অপারেটর পদ থেকে অব্যাহতির জন্য আবেদন করেন সেই পুলিশ সদস্য। সেখানে তিনি বর্তমান চাকরির জন্য ওই চাকরি করতে পারছেন না বলে এই চাকরি ছাড়ার কথা উল্লেখ করেছেন।

অব্যাহতিপত্রে দেখা গেছে, মানিক আলী নিজেই এই আবেদন করেছেন। তিনি বিএমডিএ গোদাগাড়ী জোন-২ এর সহকারী প্রকৌশলী হাসিবুল হাসানের কাছে আবেদন করেছেন। সেখানে তিনি লিখেছেন, নারায়ণপুর-২ এর গভীর নলকূপ অপারেটর ছিলাম। বর্তমানে আমার চাকরির কারণে অপারেটরের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিধায় অপারেটর পদ থেকে অব্যাহতির আবেদন জানাচ্ছি।

অনুসন্ধানে দেখা গেছে, মানিক আলী একজন পুলিশ সদস্য। ২০১৩ সালের ১ জানুয়ারি কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে প্রথমে ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল জোন, এরপর রাজশাহী জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত।

এর আগে ২০০৯ সালে বিএমডিএর গভীর নলকূপের অপারেটর হিসেবে যোগদান করেন মানিক আলী। এরপর পুলিশে চাকরি পেলেও অপারেটর পদ থেকে তিনি অব্যাহতি নেননি। তিনি নিজে উপস্থিত না থেকে শরিফ আলী নামে একজনকে দিয়ে নলকূপ অপারেটরের কাজ করান। এখন এটি শরীফ আলীই দেখাশোনা করেন। এরপর থেকে গত ৯ বছর ধরে তিনি পুলিশ সদস্য এবং বিএমডিএর নলকূপ অপারেটর পদে চাকরি করে আসছিলেন।

এ বিষয়ে পুলিশ সদস্য মানিক আলীর মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

বিএমডিএ গোদাগাড়ী জোন-২ এর সহকারী প্রকৌশলী হাসিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিএনজিতে আছেন একটু পরে কথা বলবেন। কিন্তু এরপর একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বলেন, একসঙ্গে পুলিশ সদস্য ও বিএমডিএর নলকূপ অপারেটর থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। তাকে সেখান থেকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি।

মানিক আলী নিজেই চাকরি ছাড়ার আবেদনের বিষয়ে চানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তিনি নিজেই আবেদন করলে ভালো। না করলেও তাকে বাদ দেওয়া হবে।

সর্বশেষ - প্রচ্ছদ

আপনার জন্য নির্বাচিত

ইতিবাচক লেখনীর মাধ্যমে উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে : জেলা প্রশাসক

নোয়াখালীতে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

বিশ্বেজুড়ে করোনায় দৈনিক শনাক্ত ও মৃত্যু কমেছে

মিম-রাজের সম্পর্কের ইঙ্গিত দিলেন পরীমনি

ফোর্বসের ক্ষমতাধর তালিকায় ৪২তম শেখ হাসিনা

পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ : বাইডেন

প্রধানমন্ত্রীর মহানুভবতায় রাবিতে চাকরি পেলেন শিবিরের নৃশংস হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদ

আমরা সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে অনেক এগিয়ে গেছি : তথ্যমন্ত্রী

নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি পেলেই ট্রেড লাইসেন্স বাতিল : মেয়র আতিক

পাংশায় অন্যের পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী কারাগারে