নিউজ ডেস্ক :
১৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের শেষ বিকালে ৭২ রান তুলতে ২ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় ছিল পাকিস্তান। পরাজয় এড়াতে হলে শেষ দিনে দায়িত্বশীল ব্যাটিং করতে হতো।
দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন ওপেনার ইমাম-উল-হক (৯৬), সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ (৫৩), সৌদ শাকিল (৫৫*) ও মোহাম্মদ ওয়াসিম (৪৩)। তাদের কল্যাণে শেষপর্যন্ত ড্র হয় ম্যাচটি। শুধু ড্র করাই নয়- ১৩৭ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার ব্যাটিংয়েও নামায় পাকিস্তান।
করাচি টেস্টে প্রথম ইনিংসে বাবর আজম (১৬১) ও আগা সালমানের (১০৩) সেঞ্চুরিতে ভর করে ৪৩৮ রান করে পাকিস্তান। জবাবে কেন উইলিয়ামসনের (২০০*) ডাবল এবং টম ল্যাথামের (১১৩) সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৬১২ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
১৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩১১ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭.৩ ওভারে এক উইকেট হারিয়ে ৬১ রান করার পর আলোর স্বল্পতার কারণে খেলা শেষ করেন আম্পায়াররা।
ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, আমরা যখন ঘোষণা দিয়েছিলাম তখন নিউজিল্যান্ড অধিনায়ক সৌদ শাকিল কিছুটা হতবাক হয়েছিলেন। তিনি ভেবেছিলেন আমরা ড্র করতে যাচ্ছি। আমরা বলেছিলাম যে ফলাফলে পাব। আমরা একটি সুযোগ নিয়েছিলাম।
নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে বাবর বলেন, আমরা ইনিংস ঘোষণা করার ঠিক আগে মাঠের ব্যাটসম্যানদের কাছে একটি বার্তা পাঠিয়েছিলাম, ব্যাটারদের কন্ডিশনের মূল্যায়ন করতে এবং সেই অনুযায়ী খেলতে। আর মাঝে মাঝে আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে এবং সুযোগ নিতে হবে। একটি দল এবং অধিনায়ক হিসেবে আমি চেষ্টা করি এবং সেটাই করি।